মাহমুদ লিটন,লালমোহন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। বিএনপির সময় লুটপাট ছারা কিছুই হয়নি। এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঠিক নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে ভোলার লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে উন্নয়ন ও শন্তি সমাবেশ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না। অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমুদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার প্রমুখ।