জাহিদ দুলাল, লালমোহন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের ৩৫টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে এসব পূজা ম-পের সভাপতি-সম্পাদকের হাতে মোট ৭ লাখ ৩০ হাজার টাকা তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা হিন্দু সমাজ সম্মিলনীর আয়োজনে পৌরসভার উত্তর বাজার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গনে শারদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দক্ষ নেতৃত্বে সকল ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠীর মধ্যে শান্তির সুবাতাস বইছে। তবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।
লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন পূজা ম-পের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।