1. admin@dipkanthonews24.com : admin :
ভোলায় শারদীয় দুর্গাপূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ - দ্বীপকন্ঠ নিউজ
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্রে ভেসে যাচ্ছে কোটি টাকার সরকারি গাছ, বন বিভাগের নেই কোন তদারকি কুয়াকাটায় কারিতাস’র আয়োজনে বেইজলাইন ডাটা ওয়ার্কশীপ অনুষ্ঠিত পটুয়াখালী জেলায় জন্মমৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানে সম্মামনা পুরুস্কার পেলো টিয়াখালী ইউনিয়ন পরিষদ কলাপাড়ায় চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার আলাউদ্দিন বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন এলজিইডির টিম বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুমকিতে ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম করলো বড় ভাই কলাপাড়ায় খাদ্য জলবায়ু বিষয়ক এশিয়া দিবস পালিত কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে লালমোহন বাজার মনিটরিং করলেন ইউএনও

ভোলায় শারদীয় দুর্গাপূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিন ও লালমোহনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বিগ্ন পুজা উদযাপন পরিষদ। চলমান শারদীয় দুর্গা পুজা উদযাপনের সময় ইঞ্জিনিয়ার আবু নোমান পক্ষের কর্মসূচি, মহড়া ও বহিরাগত অবস্থানের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা সচিব, মহা পুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন চন্দ্র মজুমদার প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্র জানাগেছে, বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলার লালমোহন এবং তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশ চলমান রেখেছেন উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। যার অংশ হিসেবে ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিকে ২২ অক্টোবর লালমোহন তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে কর্মসূচি দেন ভোলা-৩ থেকে আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান। ফলে লালমোহন তজুমদ্দিনে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
এই পরিস্থিতিতে চলমান শারদীয় দুর্গাপূজা পালনে উদ্বিগ্ন হয়ে পরে দুই উপজেলার হিন্দু সম্প্রদায়। দরখাস্তে তারা উল্লেখ করেন, ২১ থেকে ২৪ অক্টোবর শারদীয় দুর্গা পূজা চলমান রয়েছে।  বহিরাগতদের আনাগোনা ও বিভিন্ন গুজবে এলাকায় আতংকিত অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় চলমান শারদীয় দুর্গা পূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন হয়ে পরে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
অভিযোগের বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহি অফিসার শুভদেব নাথ জানান, উপজেলা পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। ওসি তজুমদ্দিন থানাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানাতে বলা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!