মাহমুদ লিটন, লালমোহন
ভোলার তজুমুদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের জামে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা ভয়ে প্রতিবাদ না করলেও চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের ফার্মেসী ব্যবসায়ী মাহবুব নামের এক ব্যক্তি মসজিদের মুসুল্লি ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণ করছে ।
জানা যায়, ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের জামে মসজিদটি প্রায় ২৫/৩০ আগে স্থানীয় মুসুল্লীদের উদ্যোগে স্থাপিত হয় । বিশিষ্ট সমাজ সেবক আঃ মতিন ও আবুল বাশার মৌলভি উক্ত মসজিদের জমি দান করেন এবং সার্বিকভাবে সকল সহযোগিতা করে আসছেন। সম্প্রতি বাজার বড় হওয়ায় ও মুল্য বৃদ্ধি পাওয়ায় মসজিদের জমির প্রতি নজর পড়ে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যু দলের।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি নুরুল আমিন ও সাধারন সম্পাদক মঞ্জু জমাদার জানান, মসজিদের জায়গায় দোকন নির্মানের ব্যাপারে মুসুল্লি বা কমিটির কোন অনুমোদন নেই ।
ইয়াছিনগঞ্জ কোড়ালমারা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জু হাওলাদার জানান, কোড়ালমারা বাজারের জামে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি কিছুই জােনা নেই ।