তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
উত্তর-পশ্চিম বঙ্গাপসাগর অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুনর’ প্রভাবে গত (২৩ অক্টাবর, সোমবার) মধ্যরাত থেকে পটুয়াখালীর বাউফলর চরাঞ্চলসহ সর্বত্র গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে । মেঘে ঢাকা রয়েছে আকাশ।স্থানীয় পায়রা সমুদ্র বদরক ৭ নম্বর বিপদ সংকত দেখিয় যেতে বলেছে আবাহাওয়া অধিদপ্তর। বিপদ সংকেতের কারণে থোর আসা আগাম জাতের আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক।
উপজলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, ৭ নম্বর বিপদ সংকেতের কারণে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা নির্বাহি কর্মকর্ত মোঃ বশির গাজীসহ বিভিন ইউনিয়নর চেয়ারম্যান, দূর্যাগ ব্যবস্থাপনা কমিটির লোকজন ও স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে মিটিং করা হয়েছে। ¯ুল কাম সাইক্লান সেল্টারগুলা প্রতি রাখত নির্দশ দওয়া হয়ছ। সজাগ দষ্টি রাখা হছ আবহাওয়া বুলটিনর ওপর।
তবে এ খবর লখা পর্যÍন্ত (দুপুুর ০০:০১টা) পর্যন্ত তেতুলিয়া নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও ‘হামুন’ আরও উত্তর-পূর্ব দিক অগ্রসর হয়ে ভোলার কাছে দিয়ে বরিশাল-চট্রগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এ খবর থোর পড়া আগাম জাতেরর আমন ধানর ক্ষতি আশঙ্কা করছেন চরাঞ্চলর কৃষকরা। ###