1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে ৮ বিএনপি নেতা কর্মী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

বাউফলে ৮ বিএনপি নেতা কর্মী গ্রেফতার

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

নাশকতার অভিযোগ সন্দেহে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সাজাহান হাওলাদার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, মো. ফজলুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর, নিউটন কালাইয়া ইউনিয়ন বিএনপি সদস্য, জাফর খান সূর্যমনি ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক, কামরুল ওরফে হাসিব সিপাই পৌর যুবদল সদস্য এবং কাছিপাড়া ইউপির খোরশেদ আলম, কনকদিয়া ইউয়িনের আ: মান্নান ও আদাবাড়িয়া ইউপির বাদশা লাঠিয়াল উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী। তাদের সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, বাউফলে নাশকতা ঘটাতে পারে এমন অভিযোগে তাদের কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!