তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
নাশকতা কর্মকান্ড ঘটাতে পারে এমন অভিযোগে পটুয়াখালীর বাউফলে বিএনপির ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত উপজলার বিভিন স্থানে অভিযান পরিচালনা করে তাদরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দাশপাড়া ইউনিয়ন সছাসবকদেলর আহায়ক মোঃ মিজানুর রহমান মৃধা, কাছিপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, মদনপুরা ইউনিয়নের যুবদলর কর্মী মোঃ জামাল ব্যাপারি ও ছাত্রদল কর্মী মেহদী হাসান, নওমালা ইউনিয়নের ছাত্রদলের মোঃসোহেল হাওলাদার। বহস্পতিবার সকালে তাদেরকে ১৯৭৪ সালর বিশেষ ক্ষমতা আইনর ১৫(৩) ধরায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী আদালতে পাঠানা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হকেএ ব্যপারে নিশ্চিত করে বলেন,নাশকতা ঘটাতে পারে এমন অভিযাগে ৫ জনক গ্রেফতার করা হয়েছে।