1. admin@dipkanthonews24.com : admin :
ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:২১ অপরাহ্ন

ভোলায় মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ইব্রাহীম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৬২ বার পঠিত
ইব্রাহীম আকতার আকাশ,ভোলা:
ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯ টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১ টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার অমিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ধারণা করছে বিএনপির চলমান সহিংসতাকে কেন্দ্র করে গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!