জাহিদ দুলাল, লালমোহন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি না চাইলে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জনগনের কল্যাণ হয়।
সোমবার বিকেলে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়া আগুন সন্ত্রাসের প্রতিবাদে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে লালমোহন পৌরসভা আওয়ামী লীগ ৯নং ওয়ার্ড শাখা আয়োজিত উঠোন বৈঠকে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, নির্বাচন এলেই স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র চালায়,তাদের এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে আবারো শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমল পাটোয়ারীর সঞ্চালনায় উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, আবদুল খালেক সওদাগর, পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।