জাহিদ দুলাল, লালমোহন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ফের বিজয়ী করার বিকল্প নেই। মনে রাখতে হবে, শেখ হাসিনাই আমাদের একমাত্র ভরসাস্থল।
৭ নভেম্বর সন্ধ্যায় পৌরসভা ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লালমোহন চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের রাজনীতি রুকে দিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
সভায় লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, আলহাজ্ব খালেক সওদাগর, কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।