জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের রোভার স্কাউটস গ্রুপের ৩ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সমাপনী দিনে কলেজ প্রাঙ্গনে রোভার স্কাউটসের ৩ জন টিম লিডারসহ মোট ১৭ জনকে অ্যাপলেড, শোল্ডার ও স্কাপ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। এ সময় অন্যান্যের মধ্যে কলেজের সহকারী অধ্যাপক আকলিমা বেগম, প্রভাষক মো. মোস্তফা জামাল সোহাগ, ডিএস আরএম রোভার আম্মার হোসাইন, ঢাকা জেলা রোভারের রোভার সুমাইয়া খানম তুবা, এসআরএম রোভার মো. রাকিব সিকদারসহ গ্রুপ কমিটির সদস্য, রোভার মোঃ জোনায়েদ, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।