মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এক রাতে এতগুলো গরু চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে বেশ আতংক বিরাজ করছে। ফের গরু চুরির ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উদকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় ও গরুর মালিকদের সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে একদল চোর চক্র ট্রলার করে তাদের গোয়াল ঘর থেকে ৪ মালিকের মোট ১৩টি গরু চুরি করে নিয়ে যায়। দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুমন এর ৪টি, ইদ্রিস মাঝির ৫টি, তসলিম এর ১টি ও রুহুল আমিন এর ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। এব্যাপারে গরুর মালিক থানায় অভিযোগ করেছেন।
এব্যাপারে দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল বলেন, আবারও গরু চুরির চোর চক্র সক্রীয় হয়েছেন। আমার এলাকার এক রাতে ৪জনের ১৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। আমি এ বিষয় মনপুরা থানাকে অবহিত করেছি। গরুর মালিকদের থানায় অভিযোগ দেওয়ার জন্য পাঠিয়েছি। আমিও খে^াঁজ খবর নিচ্ছি।
এব্যাপারে মনপুরা থানা ভারপাপ্ত কর্মকতা(ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, গরু চুরির বিষয় অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।