এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী -৪ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র মশাল মার্কার মনোনয়ন পত্র জমা দিলেন কলাপাড়া উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়ন বোর্ডের কাছে ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা জাসদ সাধারণ সম্পাদক উত্তম দাস ও মশাল প্রেমী লড়াকু জাসদ সহযোদ্ধাদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
২০ নভেম্বর সোমবার জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাংবাদিক মিঠু।
কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্ভীক গণমাধ্যম কর্মী জাসদ কলাপাড়া উপজেলা সভাপতি কর্মীবান্ধব সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ।
আগুন সন্ত্রাসী দেশ বিরোধী অপতৎপরতা প্রতিরোধে মুক্তি যুদ্ধের চেতনা লালন কারী সকলের ঐক্যবদ্ধ সোচ্চার থাকার আহবান জানিয়ে সাংবাদিক মিঠু গণমাধ্যম কর্মী দের জানান, দেশ বিরোধী অপতৎপরতা কারী দের প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে ১১৪ পটুয়াখালী -৪ আসনে মশাল মার্কার প্রার্থী হয়েছি।
কেন্দ্রীয় জাসদ সভাপতি ১৪ দলের রুপকার জনতার নেতা হাসানুল হক ইনু’র আস্হাভাজন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৪ মশাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
১১৪ পটুয়াখালী -৪ ( কলাপাড়া / রাঙাবালী /মহিপুর / কুয়াকাটা)” র সর্বস্তরের জনগণের সাথে আছি, পাশে থাকতে চাই।
সকলের দোয়া সমর্থন ভালোবাসা কামনা করেছেন মশাল মার্কার জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু গণমাধ্যম কর্মী ও সকল পেশার পেশাজীবি শ্রমজীবী মানুষের ভালোবাসায় সিক্ত হতে চান কলাপাড়া উপজেলা শাখা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। সকলকে আস্হা রেখে পাশে থাকার অনুরোধ জানিয়ে জাসদ মনোনীত মশাল মার্কার সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ৩০ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিবেন।
তিনি বলেন,আগুন সন্ত্রাসী দেশী বিদেশী দের দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে সাংবিধানিক সংকট উত্তরনে ০৭ জানুয়ারী ২০২৪ সারাদিন মশাল মার্কায় ভোট দিন।