1. admin@dipkanthonews24.com : admin :
ভোলা-লক্ষীপুর সড়কে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

ভোলা-লক্ষীপুর সড়কে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা-লক্ষীপুর সড়কের পরানগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামের খলিল মুন্সির মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তানিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায় সে। ঘাতক অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!