রুবেল আশরাফুল, চরফ্যাসন
ভোলার চরফ্যাসনে মেঘনায় মাছ শিকারে গিয়ে নোঙগের রশির সাথে পেঁচিয়ে নদীতে পড়ে মো. আরিফ(৩২) নামের এক জেলে ট্রলার মালিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চর জহির উদ্দিন এলাকার বরিশাইল্লার খাল সংলগ্ন মেঘনা নদীতে পড়ে তার মৃত্যু হয়। নিহত আরিফ চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম মিন্টু মাঝির ছেলে। ট্রলার মালিক আরিফের আস্মিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।
ট্রলারের প্রধান মাঝি নাসির উদ্দিন জানান,নিহত ট্রলার মালিক আরিফ বৃহস্পতিবার বিকালে চর মানিকা ইউনিয়নের এক কপাট এলাকা থেকে তিনিসহ আরোও চার জন মাঝি মাল্লা নিয়ে মেঘনায় মাছ শিকারে যান। শুক্রবার সকালে মেঘনার চর জহির উদ্দিন এলাকার বরিশাইল্লার খাল সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলার সময় নোঙরের রশির সাথে পেঁচিয়ে তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান। অনেক খুঁজে ও তার কোন সন্ধান মেলেনি। পরে দূর্ঘটানারস্থল থেকে প্রায় আধা কিলোমিটার অদুরে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চর জহির উদ্দিন বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।