1. admin@dipkanthonews24.com : admin :
’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফল-দুমকি মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আহত ২৫জন দুমকিতে ছাত্র বিক্ষোভে উত্তাল সরকারি জনতা কলেজ ও পবিপ্রবি ক্যাম্পাস লালমোহনে জমি নিয়ে মারামারির একদিন পর হার্ট এ্যাটাকে বৃদ্ধের মৃত্যু বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা সকলকে নিয়ে স্মার্ট শহর গড়ে তোলা হবে – এমপি শাওন লালমোহন পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে আলোচনায় জসিম উদ্দিন ইকবাল লালমোহনে কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট লার্নিং শেয়ারিং সভা বাউফলে পানি নিস্কাশনের অভাবে ৮ শত হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী, ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক লালমোহনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মোনাজাত

’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেছেন, ’আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিস্কার ঘোষনা নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ, একটি শান্তিপূর্ন নির্বাচন। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্পষ্ট করে বলছি প্রধানমন্ত্রীর এ নির্দেশকে শতভাগ বাস্তবায়নে আপনাদের যেকোন ধরনের সহযোগীতা দিতে আমার সরকার প্রস্তুত রয়েছে। ’আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো’ প্রধানমন্ত্রীর এ ঘোষনা আমি আমার জীবনের বিনিময়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করবো।’
শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসবমুখর।’
তিনি আরও বলেন, ‘যারা প্রার্থী হবে তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভোট দেবে জনগণ, তাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে ও ইউএনও মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!