আব্দুল আলিম খান আকাশ, পটুয়াকালী
জেলা পর্যায়ে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ।
তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্ৰামের বাজেমহল মৌলভী বাড়ির আব্দুস সোবহান ও সৈয়দা মমতাজ বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।
তার জীবনে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো জন্মের পাঁচ বছর পরে জন্মদাতা পিতাকে হারান, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গর্ভধারিনী মা সৈয়দা মমতাজ বেগমের তত্ত্বাবধানে জীবনের বিশেষ বিশেষ পথ অতিক্রম করেন, জীবনে সকল সফলতার একমাত্র অবদান ছিল তার মায়ের। তার জীবনের সফলতার চাবিকাঠি মাকেও হারান ২০১৯ সালের ২০ অক্টোবর।
শিক্ষকতা জীবনে ১৯ বছর পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন এর পূর্বে সরকারি বিএম কলেজে পাঁচ বছর, ঝালকাঠি সরকারি কলেজ ও মঠবাড়িয়া সরকারি কলেজে চাকুরী করেন।
বরিশাল অঞ্চলের সবখানে তার ছাত্র-ছাত্রী ভালো ভালো অবস্থানে আছেন, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, শিক্ষা ক্যাডারসহ অন্যান্য অনেক সরকারি দপ্তরে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
প্রসেসর মোদাচ্ছের বিল্লাহ স্যারের সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক আছে। তার শুভাকাঙ্খীদের সংখ্যাও অনেক। তিনি অবলিলায় মিশে যেতে পারেন যেকোন মানুষের সাথে।
পটুয়াখালী জেলার বাউফলের কৃতি সন্তান প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ তিনি তার জন্মস্থান বাউফল ও জেলা পটুয়াখালী নিয়ে গর্ববোধ করেন এবং জেলার উন্নতিতে বিশেষ ভূমিকা রাখতে চান।
Related