তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালী বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ জন। বিকাল ৪ টায় নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা ব্রীজ এলাকায় আনারস মার্কা ও গোড়া মার্কার কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলিউল ও মামুন দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মারামারি তে জরিয়ে পরে। আনারস মার্কার কর্মী মোঃ আলিউল ইসলাম, গোড়া মার্কার কর্মী মোঃআল মামুন গুরুতর আহত হয়।আলিউল ও মামুনকে আহত আবস্থায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আনারসের কর্মী আলিউলে বাম পায়ে আঘাত পর্যাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।মোঃ আলিউল ইসলাম দশমিনা খাদ্য অধিদপ্তরের বর্তমানে ফুড ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।বাউফল থানার শোনিত কুমার গায়েন বলেন লিখিত অভিযোগ দিলে তদন্তকরে ব্যাবস্থা নেয়া হবে।
Related