তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের চন্দদ্বীপ খেয়া ঘাট এলাকায় ছাগল চোরকে হাতেনাতে ধরে এলাকায়বাসীর গণধোলাই দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে তুলেদেন ।চন্দদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়াডের মোঃ সোনা মোল্লার ছেলে মোঃআব্বাস মোলাকে গত ২/৬/২৪ ইং তারিখ রবিবার সন্ধ্যায় গনদোলাইয়ের ঘটনা ঘটে।মোঃবাবুল খান অভিযোগ করে বলেন গত ৩ মাস আগে তার ১ টি গরু তরমুজ খেতের লেভারদের কে নিয়ে রাতে জবাই করে খেয়ে ফেলে এতেই ক্ষিপ্ত হয় এলাকাবাসী এবং আব্বাসকে চোখে চোখে রেখে গত কয়েকদিন আগে২ টি ছাগল চুরির সময় হাতেনাতে ধরে ফেলে। এবং গন দোলাই দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে তুলে দেওয়া হয়। চেয়ারম্যান সালিশ মিমাংসার তারিখ দিলে আব্বাস সালিশে নাএসে পালিয়ে থাকে।
এবিষয়ে আব্বাস মোল্লা বলেন আমাকে অন্যায় ভাবে মারপিট করা হয়েছে।
Related