দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
শপথ নিলেন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পঞ্চায়েত ও মাসুমা বেগম।
রোববার বরিশাল বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ নিয়েছেন তারা। ৩ জুলাই বুধবার উপজেলা পরিষদের চেয়ারে বসছেন তারা। নতুন পরিষদের হাতে এদিন দায়ীত্ব হস্তান্তর করা হবে। ওই দিন থেকেই মুলত নতুন পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
গত ৯ জুলাই লালমোহন উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আক্তারুজ্জামান টিটব। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন পঞ্চায়েত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা বেগম তৃতীয় বারের মতো জয়লাভ করেন।