1. admin@dipkanthonews24.com : admin :
দেশে যত উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে-মেয়র সাদিক - দ্বীপকন্ঠ নিউজ ২৪
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী প্রজন্মের জন্য দুর্যোগ সহনীয় বিশ্ব গড়ে তুলতে হবে—বিভাগীয় সংলাপে বক্তারা মা রান্নার কাজে ব্যস্ত, ঘরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের লালমোহনে দুদকের উদ্যোগে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাউফলের ধুলিয়া উচ্চ বিদ্যালয় অধ্যক্ষর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ইমতিয়াজ আহমেদ বাবুলকে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান দুমকিতে ঘোড়া মার্কার তিন কর্মীকে মারধরের অভিযাগ লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২ লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ

দেশে যত উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে-মেয়র সাদিক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের প্রতিটি জনপ্রতিনিধি কাজ করছেন বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এসময় মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, এদেশে যত উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধু কণ্যা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে, তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হয়। আমরা যারা নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি তাদের মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা।

নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, বরিশাল জেলা পরিষদকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বরিশালের সকল স্থরের মানুষের সহযোগীতা চাচ্ছি।

জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।

এছাড়া জেলার পরিষদের নব-নির্বাচিত সদস্য, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র সহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!